৩৭
হস যদি তুই কাড়িগড়
দেশ গঠনে মানুষ গড় ।
পাসনি বলে যোগ্য স্থল
লাভ কি হবে কেদে বল ?
যেথায় আছিশ যাদের নিয়ে
জ্ঞ্যান ছরাস না তাদের মাঝে
গড়তে তাদের দক্ষ বল ।
তারাও যদি গড়তে পারে
তোর বদলে দেশের মাঝে
বড় বড় কর্মস্থল ।
তবুওত পূর্ন হবে
ইচ্ছে যা তোর আছে মনে ,
কাজ পাওয়াতে সে স্থলে
বেকার কিছু জনগন ।
===============


৩৮
কাড়িগড়
হয়নি বলে মূল্যায়ন তোর
ক্ষোভ রাখলে মনের ভিতর
ঠকবে জাতি, ঠকবে জনগন ।
চাওয়া পাওয়ার হিসেব ভুলে
কাজ শিখালে জুনিয়রকে ,
তুই না পেলেও কিছু নিজে
সূযোগ পাবে দেশের ছেলে
হতে কাড়িগড় ।
যার বিনিময় তারই ঘড়ে
স্বচ্ছলতা আসবে চলে ,
স্বচ্ছলতা জাতিও পাবে
দক্ষগনের কাজের ফলে ।
তোর পরেও জাতি পাবে
উন্নতি তার রাখতে ধরে
নতুন কাড়িগড় ।
==============