৩৯
সুস্থ দেহর সুস্থ মন
প্রেম পীড়িতের জন্মস্থল ।
সুস্থ থাকে দেহ ঘর
খাবার খেয়ে সারাখন,
সুস্থ থাকলে দেহ ঘর
সুস্থ থাকে দেহের মন ।
না পেলে কেউ খাবার খেতে
মন মরে তার ধীরে ধীরে ।
মরা মনের মানুষ জনে
হাত মিলায় না প্রেমের টানে
যদিও কেউ এগিয়ে আসে ।
প্রেম বলে যা ছিল আগে
পালায় তাও দিনে দিনে
দারিদ্রতার কষাঘাতে ।
কাজেই ছবি ফুটে উঠে
মাঝে মাঝেই মিডিয়াতে ।
হত্যা করে বাবা মায়ে
জন্ম দেয়া সন্তানেরে ।
পেপার ভরা বর্ননাতে
নিত্য যাহা ঘটছে দেশে
দূর্নিতি ও হানাহানিতে ।
ঘটছে সবই শুধুই যে
অভাব পূরন করার জন্যে ।
কবি
এত অভাব যে দেশেতে
সে দেশেরই মানুষজনে
বল
করবে পীড়িত কেমন করে ?
কবি
এত কিছু দেখেও কেনে
নষ্ট কর সময় তুমি প্রেমের গানে ?
ফিরিয়ে দাওনা কলম ধরে
চেতনা বোধ সবার মনে ।
“প্রেম না করে কর্মী হওরে
অর্থনৈতিক মুক্তি এনে
দেহ ও মনকে সুস্থ রেখে
প্রেমানুভূতিকে বাচিয়ে রাখতে “ ।
=================