৪০
শ্রমিক শ্রেনি
নিজের কাজে দিলে ফাকি
প্রথমেতে ঠকবে মালিক
পরক্ষনেই ঠকবে তুমি ।
লোকসানেতে পরলে মালিক
বন্ধ করলে ব্যবসা খানি ।
=======================
৪১
শ্রমীক শ্রেনি
কর্ম স্থলে দিয়ে ফাকি
ভাব যদি বসে তুমি
“কাজ না হলে কর্ম স্থলে
লচ খাবেতো মালিক নিজে “
আমার তাতে যায় আসে কি ?
ঠিক নহে যে এ ভাবনাটি
যাবে যখন চাকুরি চলে
লচের ঘানি টানার ফলে
কর্ম ক্ষেত্র বন্ধ হলে ।
তখন তুমি বুঝবে ঠিকই ।
=============
৪২
শ্রমিক শ্রেনি দেখ ভেবে
কর্ম ক্ষেত্র বন্ধ হলে
তুমি শুধুই চাকুরি হারাও ।
গাড়ির চাকা ঠিকই ঘুরে
মালিক যেটা ইউজ করে
ব্যবসা তাহার বন্ধ হলেও ।
অর্থ সম্পদ না থাকাতে
পাওনা খাবার তুমি নিজে
বেতন ভাতা বন্ধ হলে ।
মালিক যায়রে হানিমুনে
নতুন ব্যবসা খুজার নামে
অর্থ সম্পদ থাকার ফলে ।
শ্রমিক শ্রেনী এবার বুঝলে
কাজ না করে ফাকি দিয়ে
কর্ম সংস্থান বন্ধ করলে
ভূগবে নিজেই মালিক নহে ।
=================
৪৩
শ্রমিক শ্রেনীর একটি দাবী
মালিক পক্ষ খাটায় বেশী
বৃদ্ধি করতে মুনাফাটি ।
শ্রমিক শ্রেনী
আসলে কি ?
সাধ্য মত পার যেটি
তার চেয়েও কি খাট বেশী ?
করতে পারে কি কোন শ্রেনী
সাধ্যের চেয়েও কিছু বেশী ?
জানি জানি
বলতে থাকে মালিক শ্রেনী
কর , কর আরও বেশী ।
শুধু মাত্র
থেকাতে যে ফাকি বাজি ।
=================