৪৪
এসো বেকার শ্লোগান ধরি
সেই নেতারই পিছে ,
বিপ্লবী যে দেশের মাঝে
কর্ম সংস্থান গড়তে ।
এসো শ্রমিক শ্লোগান ধরি
সেই নেতারই পিছে,
বিপ্লবী যে চালু করতে
বন্ধ মেশিন দেশে ।
কৃষক বৃন্ধ শ্লোগান ধর
সেই নেতারই পিছে,
পরিবর্তন আনতে চায় যে
কৃ্ষি প্রযুক্তিতে ।
ছাত্র,কৃ্ষক ও শ্রমিক বৃন্ধ
সবাই মিলে গড়ে তোল
সেই নেতাই দেশে,
বিপ্লবী যে গতি আনতে
দেশের উন্নয়নে ।
================
৪৫  
ভন্ড নেতার মন্ত্র শুনে
যেওনা কেউ তাদের পিছে ।
পুজি পতির অনুগ্রহে
যে নেতাদের জীবন চলে ।
যেওনা কেউ আন্দোলনে
ভন্ড নেতার হুকুম পেয়ে ।
কারন তারা ফায়দা পেতে
চালু মেশিন বন্ধ করে ।
উস্কানি দেয় শ্রমিকদেরকে
রাজপথে নামিয়ে এনে
অরাজকতা তৈরী করতে ।
আশার বানী শোনায় সবে
মাঠটি তাদের গড়ম করতে ।
পেলেই কিছু পকেটেতে
আলোচনার কথা বলে
নমনীয় হতে থাকে ।
আস্তে আস্তে কেটে পরে
বিপ্লবীদের  পিছন হতে ।
============