৪৬
মালিক পক্ষ মেশিন কিনে
শ্রমিক চালায় তাহা ।
যার বদলে শ্রমিক পায়রে
উপার্জনের যায়গা ।
শ্রমিক যেমন না চালালে
থাকবে মেশিন বসা,
কিনল মেশিন যে আশাতে
মিটবে না সে আশা ।
মালিক তেমনি মেশিন বেচলে
শ্রমিক থাকবে বসা,
পরবে শ্রমিক অভাবেতে
হারিয়ে তার উপার্জনের যায়গা ।
মালিক শ্রমিক ভিন্ন নয়রে
দুজনই তাই একই সুতায় বাধা ।
করব যখন দুজন মিলে
এমন একটি ভাবনা,
তখন হতেই শুরু হবে
উন্নয়নের অগ্র যাত্রা ।
================
৪৭
প্রীয়তম
অনেক হল,
আজ আর নহে
ঘুমিয়ে পর ।
তুমিত শুধু আমারই নও
বেতন দেয় যে তারও ।
জেগে থাকলে সারারাত
পারবে নাত করতে কাজ ।
আমার জন্য
লচ খাবেত সেও ।
ঊৎপাদন হার কমে গেলে
লচ যে শুধু সেই নহে
লচ খাবেত দেশের জনগনও ।
প্রীয়তম
আজ আর নহে ,
এ পাপ হতে
আমায় ক্ষমা কর
ঘুমিয়ে পর ।