৪৮
গড়লে মালিক কল কারখানা
শ্রমিক পায় তার কর্মশালা ।
খাটুনি দেওয়ায় শ্রমিকেরা
মালিকেরও হয় মুনাফা ।
ঠিক নহে তাই এমন ভাবা
কেউ একজন ওপরওয়ালা ।
এমন ভাবে যদি ভাবি
উভয় একই ,
হওয়ায় মোরা মানুষ জাতি ।
বুঝব তখন খুব সহজেই
মালিক শ্রমিক উভয়েই
একে অন্যের উপকারী ।
এমন ভাবনা মনে নিয়ে
খাটুনি দিলে মিলে মিশে
দেশের সকল কর্ম ক্ষেত্রে ,
ফলবে সোনা অবশ্যই ।
কর্ম ক্ষেত্রও বাড়বে দেশে
দিনে দিনে সর্বত্রই ।
============
৪৯
শোন শোন মালিক বৃন্ধ
শ্রমিক শ্রেনী কাজ করে যে
সর্বদায়ী তোমার জন্য ।
কাজেই তারা ভিন্ন নহে
ভেবে দেখ তোমারই অংশ।
নিপাত গেলে তাই শ্রমিক সমাজ
না পাওয়াতে বাচার যোগান
বন্ধ হবে যে মেশিন তোমার ।
মরবে যদিও শ্রমিক সমাজ
গড়তে তুমিও পারবে না আর
শ্রমিক খাটিয়ে লাভের পাহার ।
==================