৫৮
শ্রমিক বৃন্ধ সঙ্ঘ গড়
ছুটির পরে পথে নাম ।
মিলে মিশে শ্লোগান ধর
বন্ধ মেশিন চালু কর ।
বন্ধ মেশিন চালু হলে
বেকারত্ব আসবে কমে ।
বারতি টাকা মাসে মাসে
পাবে দেশের সরকারও যে ।
পতিত জমি আবাদ করে
যদি তাতে সোনা ফলে
আমদানী ব্যয় আসবে নেমে,
অর্থনীতি চাঙ্গা হবে
রপ্তানী আয় বাড়ার ফলে ।
কিন্তু বন্ধু, এমন নহে
ভাংব গাড়ী রাস্তা ঘাটে
আগুন দেব কর্মক্ষেত্রে
দাবী আদায় করার নামে ।
তাহলে যে দিনে দিনে
ঘাড়ের ঘানি ভারী হবে ।
মেশিন , গাড়ী নিজের ভেবে
ধরতে হবে প্রশাসনকে
বন্ধ মেশিন চালু করতে ।
প্রয়োজনেতে আঘাত হবে
প্রশাসনিক ভবন ঘড়ে ।
দেশ ও দশের উন্নয়নে
বন্ধ মেশিন চালু করা
সরকারেরই দায়ীত্ব যে।
===============