৬৩
আমি কবি
তোমরা আমার বন্ধুসম শ্রমিক বৃন্ধ ।
বলছি তাই
সর্বদায়ী সজাগ থেক ।
হয়না যেন কোন ক্রমেই মেশিন বন্ধ ।
নিজ কিংবা অন্য কোন কর্তার জন্য ।
কেন কবি
বন্ধ হলে মাশিন সবই
আমার তাতে কি ?
বন্ধু তোমি বলছ একি
বন্ধ হলে মাশিন সবই ,
বেচবে কোথায় অর্থ পেতে
পরিশ্রম আর দক্ষতাকে ?
তাইত
তাইত কবি সঠিক তুমি ।
কিন্তু কবি ,
কেমন করে বুঝব আমি
কে দায়ী ভাই মেশিন বন্ধে ?
বুঝেইবা লাভ কি হবে
বিচার করব কেমন করে ?
বন্ধু
বুঝবে তুমি খুব সহজে
তাকাও যদি মনযোগে ।
বিচার করব ফ্যায়ার করে
সঙ্ঘ বদ্ধ হয়ে সবে ।
নিম্ন শেনীর কর্মচারী
ক্লিনার , সুইপার যাই বলি
তারাও কাজে দিলে ফাকি ,
রাস্তাঘাট ও অলিগলি
আবর্জনায় যায় যে ভরি ।
সহজেই তা সবাই বুঝি ।
এমন কিছু ঘটলে পরে
করতে হবে ছাটাই তাকে
ঘটছে যাহার ঢিলেমিতে ।
জি.এম , পি. এম যাই বলি
উচ্চ শ্রেনীর কর্মচারী ।
যাদের কথায় শ্রমিক শ্রেনী
ঊৎপাদনে আনে গতি ।
তারাও কাজে দিলে ফাকি
উৎপাদন হয় নিম্নগামী ।
চলতে দিলে এমন ভাবে
লাগবে তালা মিলের গেটে ।
কাজেই নজর রাখতে হবে
ম্যানেজমেন্টের কার্যক্রমে ।
দেখলেই কাউকে ফাকি মারতে
বুঝতে হবে
তার কারনেই লাগতে পারে
তালা কভূ মিলের গেটে ।
করতে হবে ফ্যায়ার তাকে
সবাই মিলে
যেই হোক সে ,
কর্মস্থলকে টিকিয়ে রাখতে ।
বেতন কভু আটকে গেলে
হিসেব করবে সবাই মিলে
মালিক পক্ষ দিনে দিনে
লোকসানে কি পরল তবে ?
শ্রমিকগনকেই খুজতে হবে
এর পিছনে রাজাকার কে ?
করবে ফ্যায়ার খুজে তাকে
কর্মসংস্থান রক্ষা করতে ।
করবে বন্ধু এই ভেবে যে ,
শ্রমিক শ্রেনীরই বিপদ হবে
লাগলে তালা মিলের গেটে।
==================