৬৪
কাজের কথা বলি বলে
ভূল বুঝনা বন্ধু ।
কাজ না করে বসে থাকলে
আসবে না যে নতুন কিছু।
যে নতুনে তৈরী করবে
তোমার আমার মাঝে সেতু।
=============
৬৫
ধনী গড়ীব বিভেদ ভোল
সবাই মিলে কাজে লাগ
সুস্থ দেহে বাস কর ।
কায়ীক শ্রমের অভাবেতে
দেহটাকে ধরবে রুগে ।
অভাবিরা থাকলে বসে
ক্ষুধা নিয়ে পেটের মাঝে
পুড়বে নাড়ী এসিডিটিতে ।
কাজ না করলে অর্থ কষ্টে
মনের সুখও যায়রে চলে ,
ছেলে মেয়ের আর্তনাদে
সুখ থাকে না পরিবারে ।
কাজ না করলে নিজের ক্ষতি
পরিবারেরও , হয় অবনতি ।
হয়না শুধু নিজেরই ক্ষতি
হয় যে তাতে দেশেরও ক্ষতি ।
কাজের বদলা মজুরী পেলে
গড়ীবের মুখে হাসি ফোটে ।
কাজের বদলা অর্থ আসে
অর্থ দানেই ইজ্জত বারে ।
স্বার্থকতা জন্মের পরে
মানুষজন যে এতেই খুজে ।
আবার
পূন্য অর্জনও অর্থ দানে
কোরআন, পুড়ান তাই বলে ।
কিন্তু
নেইতো এমন যাদু মন্ত্র
কাজ না করেও আসে অর্থ ।
ধান্দা করি যেই যত
সবই হল মিছে মন্ত্র ।
সত্য হল পেতে অর্থ
কাজ করেই তা সম্ভব মাত্র ।
কাজেই আমার দেশ বরেন্য
বাপ, ভাই , বোন ও বন্ধুমম
কাজ কর তাই কাজ কর ।
=================