৭০
চুর চুর টাকা চুর
তবুও সে ভাল ।
হয় যদি সে পরিশ্রমী
ঊন্নয়নে মনযোগী ।
লাভের টাকা চুরি করে
নিজেও হয় বড় ।
চুরি করা পরার টাকা
যদিওবা হুকুম ভাঙ্গা
তবুওত আয় করে সে ।
চুরি করলেও আয়ের টাকা
থাকে যে তা দেশেরই মাঝে ।
কিন্তু
করলে কেহ সময় চুরি
নিজের কাজে দিয়ে ফাকি ,
কর্মস্থলের অগ্রগতি
দিনের পর দিন যায় যে থামি ।
যে কারনে পায়না কেউই
অর্থনৈতিক সূভিদাদি ।
হারায় আরও শ্রমিক শ্রেনী
চাকুরী যাওয়ায় রুটি রুজি ।
সময় ব্যয়ে হয়না বলে
নিয়ম মাফিক কার্যাবলী ,
লাভ না হয়ে কর্মস্থলে
লাভের বদলে হয় যে ক্ষতি ।
হিসেবে তাই ধরা পরে
অর্থনৈতিক অবক্ষয়ে
সময় চুরই অধিক দায়ী
টাকা চুরের চেয়ে ।
==============