বিরোধী দল হরতাল দিলে
মিটিং শেষে মীছীল করে ,
সরকার বিরোধী শ্লোগান দিলে
পুলিশ সোজা গুলি করে ।
পাখির মত মানুষ মারে
গনহত্যায় জড়িয়ে পরে ।
গনমাধ্যম প্রশ্ন করে
হত্যার কারন জানতে চাইলে
স্বরাষ্ট্র মন্ত্রী গর্জে উঠে
বলতে থাকে ,
জানমালের ক্ষতি দেখে
প্রশাসন কি আঙ্গুল চুষবে?
ঠিক আছে মন্ত্রী সাহেব
ঠিক আছে ।
দুঃখ শুধু এই যে
দস্যু যখন বন্দি করে মানুষ জনকে
অর্থ সম্পদ হরন করে ,
শত্রু যখন একা পেয়ে
প্রতিপক্ষকে হত্যা করে ।
সে আসামী ধরতে বললে
তোমার পুলিশ কেন আঙ্গুল চুষে ?
মন্ত্রী সাহেব , দাওনা জবাব নিজে
মায়ের ছেলে আঁচল ছেরে
শত্রুর ফাদে বন্দী হয়ে
গুম হয়ে যায় কেনে ?
মন্ত্রী সাহেব জবাব দেবে
পুলিশ কেন আঙ্গুল চূষে
লাশটি খোকার ভেসে উঠার পরও
ডোবার জলে ?
রাতের বেলা শহরেতে
আক্রান্ত হয় জনগনে
ছিনতাই কারীর আক্রমনে ,
যদিও তোমার পুলিশ থাকে মোড়ে মোড়ে ।
ডিবি পুলিশের পোষাক পরে
নিচ্ছে ধরে যাকে তাকে ,
থানায় গেলে পুলিশ বলে
ওরা ডিবি নহে মাস্তান সবে ।
মন্ত্রী সাহেব এর মানে কি তবে
প্রশাসন আজ সত্যিই বসে আঙ্গুল চূষে ?
আবার নিচ্ছে তারা যাদের ধরে
মিলছে না খুজ কোন ভাবে ।
তোমার কাছে প্রেয়ার দিলে
সময় কাটাও দেখছি বলে ।
কেন মন্ত্রী বল, পাওনা তুমি খুজে
তোমার প্রশাসন কি আঙ্গুল চূষে বলে ?
==========================