৭৪
পুজিপতি প্রথমেতে
টাকা বানাও ব্যবসা করে ।
পুজির অংক বড় হলে
সমাজ পতি সাজ নিজে ।
সময় কাটাও রাজনীতিতে
নিজের আসন শক্ত করতে ।
যে কারনে দিনে দিনে
ব্যবসা তোমার গুটিয়ে আসে ।
দাওনা বলে
সময় তুমি ব্যবসা কেন্দ্রে ।
বন্ধ হলেও ব্যবসা শেষে
ভাব তুমি মনে মনে ,
সালাম পাচ্ছি উঠতে বসতে
আর কি লাগে ?
কিন্তু , শুধু সালাম নহে
দোয়াও করত যারা সবে
তারা সবাই ঘুরছে পথে ,
কাজ হারিয়ে
ব্যবসা তোমার বন্ধ বলে ।
পুজিপতি
শুধু , নিজের হিসেবই করলে নিজে
দেখলে না যে হিসেব করে
এম পি , মন্ত্রী হওয়ার পরে
করলে কি কাজ দেশের জন্যে ?
থাকতে যদি ব্যবসা নিয়ে
বাচত দেশের শ্রমিকরা যে ।
রফতানী আয় বাড়ত দেশে
আমদানী ব্যয় আসত নেমে ।
ব্যবসায়ীক জ্ঞ্যান লাগায় কাজে
উঠত জেগে
স্বদেশ তোমার তরতরিয়ে ।
প্রশ্ন যদি কর তুমি
রাজনীতি যে দেশেরই জন্যে
আমরা যদি না যাই তবে
চলবে সে কাজ কেমন করে ?
মুক্ত মনে বলব আমি
সব কিছু নয় সবার জন্যে ।
আছে যারা রাজপথে
পারবে তারা চালিয়ে যেতে ।
কিন্তু তুমি দখল করলে
তাদের জায়গা টাকার জোড়ে ,
তারা কভূ পারবে না যে
তোমার রশি হাতে নিয়ে
উন্নয়নের ঘানী টানতে ।
================
৭৫
পুজি পতি
জনসেবায় হয়ে ব্রতী
হতে চাওযে সমাজ পতি ।
সমাজ পতি না হয়ে যদি
যোগার কর রুটি রুজি
সূজোগ পাবে আরও বেশী
হওয়ার তুমি জনদরদি।
=================