৭২
পুজিপতি
ভয় পেয়না মেশিন কিন
কথা দিলাম গড়ে দেব
শ্রমিক সেনা লাগে যত ।
যে সেনারা যুদ্ধ করে
করবে যেমন রুটি রুজী
করবে তারাও তেমনি ভাবে
তোমার পুজিও অনেক ভারী।
পাবে না যা কোন দিনই
রাখ যদি পুজি তুমি
না খাটিয়ে ব্যাংকে ভরি ।
==================


৭৩
হতে পার বেকার, তবুওত মানুষ
ক্ষুদায় কষ্ট পাও জানি।
তাই তোমাকে আমি
কাজ করতে বলি ।
আমি যে মানুষ ভালবাসি ।
অন্ধ- অচল ও রুগ্ন ,শক্তিহীন বৃদ্ধরাও মানুষ
তারাও ক্ষুদায় কষ্ট পায় জানি
আমি যে মানুষ ভালবাসি ।
কিন্তু কবি
মানুষের সব চাহিদা কি
শুধু ভাল বাসা দিয়ে পূরন করা যায় ?
যায় না
তাইত বলি পুজিপতি, তোরা আয় না
ভাল বেসে বানিয়ে দেনা কর্মশালা ।
যেখানেতে ফলবে সোনা  
খাটলে দেশের বেকার জনতা ।
যে সোনাতে মিটবে ক্ষুদা
ফুটাবে যা মুখে হাসি ।
তৈরী হবে সবার মাঝে ভালবাসাবাসি ।
==============