৭৬
পুজিপতি
শক্তি খাটাও সুস্থ মনে
অবসরের ভাবনা ছেরে ।
আসবে সোনা গোলা ভরে
লাগাও তারে জনকল্যানে ।
বাসবে ভাল তোমায় সবে
যার বিনিময়ে শান্তি পাবে
অবসরে থাকার চেয়ে ।
=============
৭৭
পুজিপতি অবসর নাও
বয়স যদিও ষাটের আগে ।
ভেবে বস অনেক আছে
কি আর হবে
সম্পদের আর পাহাড় গড়ে ?
চোখ বোলাওনা একটিবারও
তোমার ঘড়েই চাকুরি করে
শিশু বৃদ্ধ মিলে মিশে ।
তাদের রুজি বন্ধ করে
পুজি তোমার গুটিয়ে নিলে
স্রষ্টা তোমায় ছাড়বে ভাব ?
==================
৭৮
পুজিপতি
গড়তে হবে শক্ত করে
মিডম্যানেজমেন্ট সবার আগে ।
রাখতে হলে ব্যবসা ধরে
ব্যবসা বড় করতে হলে ।
ব্যাক্টেরিয়া থাকলে তাতে
ভ্যাক্সিন দিয়ে মারতে হবে ।
থাকে যদিও সে আপন হয়ে
বন্ধু বান্ধবের মুখোশ পরে ।
তবুও তাকে ছারবে নারে
ফ্যায়ার করবে যথাসময়ে ।
তা না হলে খাবেই সে
দেশ ও দশের প্রাপ্য চূষে ।
=================