৮১
লেখক লীডার সবাই বলে
শ্রমিক বাচাও শিল্প বাচবে ।
কিন্তু কেহ ভাবে নাযে
শিল্প আগে শ্রমিক পরে ।
শ্রমিক শ্রেনী তৈরী হয় যে
শিল্প গড়ে কাজে ডাকলে ।
=================
৮২
লীডার সাবরা ভাষন মারে
শোষন বন্ধ করতে হবে ।
শ্রম দাতারা ভাষন শুনে
কথায় কথায় বন্ধ করে
কর্ম ক্ষেত্রে মেশিন সবে ।
কোন নেতার চিন্তা নাইরে
মেশিন দেশে বন্ধ থাকলে
শ্রমিক কোথায় খাবার পাবে ।
লেখায় কারো পাইনে খুজে
দায়ীত্ব কি কর্ম ক্ষেত্রে
শিল্প টিকিয়ে রাখার কাজে ।
===============