৮৩
আমি পুজিপতি
বিনিয়োগে ব্যবসা গড়ি ।
মজুরী দিয়ে শ্রমিক রাখি
যার বিনিময়ে মুনাফা করি ।
শ্রমিক শ্রেনী
মুনাফাটা আমার হলেও
মুজুরীটা তোমার জন্য ।
পাও তুমি যা রীতিমত
ব্যবসা আমি গড়ার জন্য ।
তবুও কেন হলে কিছু
শুধু শুধু মেশিন ভাঙ্গ ।
আমি পুজিপতি
আছে আমার অর্থ কড়ি ।
আমি যদিও ফেলে রাখি
ভাঙ্গার পরে মেশিন খানি ।
কাটবে আমার দিবারাত্রি
অনেক অনেক ভাল যেন ।
ফেলে রাখায় মেশিন খানি
কাজ হারালে শ্রমিক তুমি
কাটবে কেমন জীবন খানি,
তা কি একবারও ভাব ?
===============
৮৪
আমরাত ভাই নাস্তিক নহি
বিধাতাকে বিশ্বাস করি ।
বিধাতা জানে সব কিছুই
ভাল মন্দ যাই করি ।
এসব জেনেও কেন আমি
নিজের কাজে ফাকি মারি ,
ফলোয়াপার না থাকলেই ।
করি না কেন খোদার ভয়ে
সর্বশক্তি ন্যাস্ত সবে
নিজেই নিজের কাজের মাঝে ।
করলে যাহা সোনা ফলবে
লাগবে যাহা দেশ ও দেশের জনস্বার্থে ।
===================