৮৫
পুজিপতি
যতই থাকুক অর্থ কড়ি
শ্রষ্টাতো নও, সৃষ্টিই তুমি ।
তোমার উপর আছে জানি
সৃষ্টি কর্তার বিশেষ বানী ।
মেনে যদি চল তা ই
ঠকবে না কেউ কোন দিনই ।
না ঠকলেই শ্রমিক শ্রেনী
কাজে হবে মনযোগী ।
বিনিময়ে লাভ তোমারই
হওয়ায় তাতে ফলন বেশী ।
==================
86
বিধাতার কাছে সমান সবই
সর্বস্তরে সবার কাছে সর্বক্ষনই
ন্যায্য বিচার তাঁরই দাবী ।
তবুও যদি কেহ করি
ব্যাক্তি বিশেষে পার্শিয়ালিটি ,
ঠকাই কাউকে পেতে আমি
বস্তু কিংবা মন সন্তুষ্টি ।
তাহলে যে ভোক্তভোগী
জোড় দেবেনা কাজের প্রতি,
বাস্তবে যা উন্নয়নের পরিপন্থি ।
=======================