৮৭
কবি
আমি পুজিপতি ।
তোমার মত আমিও বুঝি
বিনিয়োগে আমার পুজি
শ্রম দাতাদের হবে রুজি ।
অধিক ফলন হলে রোজই
হবে দেশের অর্থনীতি
দিনে দিনে শক্তিশালী ।
কিন্তু কবি
বিনিয়োগটা করার পরই
হয়ে পরে পুজিপতি
শ্রমদাতাদের হাতে জিম্বী ।
ভাবে তখন শোষন কারি
ভন্ড নেতার মন্ত্র শুনি ।
কাজ না করে মন লাগিয়ে
দাবী দাওয়া বানায় বসে ।
বেতন কভূ আটকে গেলে
লোকসানেতে পরার ফলে ।
নামে সবাই আন্দোলনে
আগুন লাগায় প্রতিষ্ঠানে ।
তখন কবি বাধ্য হয়ে
পুজি পতি পথে বসে ।
কাজেই কবি রাজি আছি
বিনিয়োগে আমার পুজি ।
হলে পরে শ্রমিক শ্রেনী
নিজের কাজে মনযোগী ।
দাবী দাওয়া বানায় যদি
লাভ লোকসানের হিসেব করি ।
ভাঙ্গার আগে মেশিন খানি
ভাবে যদি,
আমারই যে মেশিন খানি
যোগায় যে তা রুটি রুজি ।
==================
৮৮
কাজ করেও যার যোগার হয়না
জীবন যাপন করতে যাহা ।
ধরে নিলাম তাকে আমরা
শোষন কারী করছে হামলা ।
কাজ না পেয়ে ভোগছে যারা
না পাওয়াতে কিছুই তারা।
তাদের শোষন করছে কারা
জবাব দেবেন সুধীজনরা ?
===================