৮৯
বেকার শ্রেনী নয় কি ভাল
কাজের ফলে পেলে কিছু ।
প্রথমে তা হলেও ছোট
ভবিষ্যতে যে পাবে বড় ।
খাটুনী দিয়ে যদি কর
কর্ম ক্ষেত্রের ভিত্তি শক্ত ।
=====================
৯০
শ্রমিক শ্রেনী
মানি আমি
সব সমান নয় পুজিপতি ।
হওয়ায় কেহ অধিক লোভী
ঠকায় তারা কর্মচারী ।
তবুও তাদের ভাল বলি
তাদের চেয়ে অধিক বেশী ।
যারা শুধু ছারে বুলি
করে নাকো কোন কিছুই ।
না হয়ে তাই অভিমানি
লাভ দেখালে শ্রমিক শ্রেনী
ধরা যাবে তাকেও কষি ।
ছেরে দিলে শ্রমিক শ্রেনী
মেশিন গুলো যে থাকবে পরি ।
পাবে না দেশ কোন কিছুই ।
================