৯১
ঋন সমিতি গঠন করে
ছোট পুজি আনলে টেনে
দেশের সকল উৎস হতে ।
কাজে লাগে বিনিয়োগে
ছোট পুজিও বড় হয়ে ।
যে দায়ীত্ব দেশের মাঝে
ঋন দাতাদের হাতেই আছে
ব্যাংক নামে যা চিনি সবে ।
কিন্তু কবি
ঋন দাতারা ঋন দানেতে
রেখেছে যে ,
অধিক সুদের জাল বুনিয়ে ।
যে জালে কেউ আটকে গেলে
লাভ করাত দূরে থাকে
আসল পুজিও হারায় শেষে ।
====================
৯২
কবি
ঋন দানে হয় কর্মক্ষেত্র
বেকার যেথায় যোগায় কর্ম।
কর্মক্ষেত্র বেকার বলকে
কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে
ফলায় সোনা দেশের জন্যে ।
যে ক্ষেত্রটির উপার্জনে
শুধুমাত্র মালিক নহে
চলে দেশ, ও দেশের জনগনে ।
নির্দিধায় তাই বলতে পারি
কর্ম ক্ষেত্র নয় শোষন কামী।
দায়ীত্ব তার আবশ্যই
দেশ ও দশের কল্যান মুখী।
কিন্তু কবি
সুদের মাত্রা হলে বেশী
ঋন নিয়ে তা গড়ব আমি,
বল তুমি কেমন করি ?
========================