নেতা নেত্রী
তৈরী হও যে করবে বলি
দেশ ও দশের উন্নতি।
নির্যাতীত ও নিম্ন শ্রেনী
মাথায় তোমার পরায় তাই
জনদরদি নামের মুকুটখানি।
কিন্তু মোদের জনদরদী
তবুও দেখি
অর্থ কষ্টে ভোগছে আজি
দেশের বৃহৎ জনগোষ্ঠী।
না থাকাতে জায়গা খালি
উপার্জনে অর্থ কড়ি।
প্রানের প্রীয় জনদরদী
রাখনা ভাই কথা খানি
বৃদ্ধি করে কর্ম খালি ।
মুক্ত কর তাদের তুমি
যারা দেশে মরছে ধুকি
দাড়িদ্রতার হয়ে সাথী ।
না করে ভাই রেশারেশী
শিল্পায়নের ক্ষেত্র গড়ি
কর না ভাই সবাই মিলি
দেশ ও দশের উন্নতি।
===============