কয়লার ময়লা উঠবেই ;
কৃষ্ণকলি হবে ধলা-সুন্দরী,
সাতদিন নিয়মিত মাখলে ;
বদ্ধ-পেত্নী হবে ফিল্মি-পরী ,
ভাবছো মশাই আমি মারছি গুল
দুনিয়া ছেড়ে তুমি কই-মশগুল ?
কানে তালা নাকি বন্ধ নয়ন!
টিভি খুললেই পাবে এ -বিজ্ঞাপন।  


বয়স ছত্রিশ-বিয়ে হয়নি  ?
সমাধান খুব সোজা বলি এখনই
নিয়মিত সেভ করো এ রেজর কিনে
রতা রাতি বৌ ঘরে রেজরের গুনে ।
রিক্সার সিট ফাঁকা প্রেমিকা নাই!
কখনো এ পারফিউম করেছ ট্রাই ?
সেন্টে বুদ্ হবে সুদ আসল  সমেত
বিজ্ঞাপনের ভাষা এ ভীষণ চমেৎ।


গুন্ডা মাস্তান পিছে করেছে তাড়া
সমাধান হবেনাকো এ পানীয় ছাড়া
খেলেই খতম সব মাথা চুরমার
এনাৰ্জী ড্রিংক-এর শিরা.....ম পাওয়ার!
সংসারে সব ষাঁড় জীবন বিষাদ?
টমেটো কেচাপ আছে ফেরাতে সে স্বাদ
বসের-ও বস কে জানতো কি বস ?
বিজ্ঞাপন-ই শেষে জানালো তা সস।  


রান্নার র  কোথায় তাও জানোনা !
মসলা তো সবই জানে নেই ভাবনা
তেল জল  নুন ছাড়াও রান্না হিট
রাঁধুনির গুন্ গেয়ে বন্ধুরা ফিট।  
ভাবছো মশাই আমি মারছি গুল
দুনিয়া ছেড়ে তুমি কই-মশগুল ?
কানে তালা নাকি বন্ধ নয়ন!
টিভি খুললেই পাবে এ-বিজ্ঞাপন।