বৃষ্টিকে ভালোবাসলে ভিজতেই হবে এমনতো নয়!
চৈত্রমাসেও তো অমোঘ ভালোবেসে ঘাম মোছা যায়
জোৎস্নার প্রেম পেতে চাঁদের অপেক্ষায় নাইবা ফুরোলো রজনী
দরোজা বন্ধ আঁধারের মায়াতেও জোৎস্নাকে ভালোবাসা যায়।


আমার
হাত  হাতের আঙ্গুল
চোখ চোখের পাতা
মাথা মাথার চুল
নাক ও নাকের ঘ্রান
চাইলেই তুমি কেড়েনিতে পারো
উপরে নিতে পারো
ভেংগে দিতে পারো
পারো ছিন্ন ভিন্ন বিপন্ন বা চুরমার করে দিতে;
আমার জননী ও জনকের কসম
আমার অতীত ও ভবিষ্যতের কসম
আমার বর্তমান ও বেচেথাকার কসম
আমার ভালোবাসা আমারি,
এক বিন্দুও তোমার ইচ্ছার অধীন নয়।


অনেক বছর আমার শিশু মন খিল খিল করে হাসেনি
তবু অভিমানে মনের স্রোত এক মুহূর্তেও থামেনি
গান থামালেইকি সুর থেমে যায়!


অনেক বছর নৌকার পালে নেই দখিনা হওয়া
তাতেকি !
পাখা নেই তাইবলে কি মানুষ ওড়েনা আকাশে
মাতৃহীন নবজাতক-ও বেড়ে ওঠে নিজের অহমে।


কাক ও কোকিলের দ্বন্ধে ভালোবাসা প্রতিস্থাপিত হয়না
সংকল্পিত সংসার নাহলেও ভালোবাসা প্রতিস্থাপিত হয়না
বৈবাহিক সম্পর্কে রমণীর আকুতিতেও ভালোবাসা প্রতিস্থাপিত হয়না
হৃদয়ের থুথু-নিক্ষেপিত ঘৃনায়ও ভালোবাসা প্রতিস্থাপিত হয়না ।


ভালোবাসতে পাশে থাকতেই হবে এমনতো নয়
ভালোবাসতে বালিশের পাশে বালিশ
দেহের পাশে দেহ থাকতেই হবে এমনতো নয়
দূরথেকেও ভালোবেসে ছুঁয়ে দেয়া যায়
দূরথেকেও ভালোবাসা-ভালোরাখা যায়!