শেষটা হয় না সুন্দর
যতটুকু ছিল শুরুতে।  


জীবন  এমনি!
এ তরী পায়না বন্দর,
ভাসতেই  থাকে স্রোতে।  


জাল কাজলের রং
জলে ধুয়ে যায় নিমিষেই,
থাকেনা আর মনোহর  
যতটুকু ছিল আয়নায়।


মন এমনি!
সবভুলে যায় সময়ে,
ফাগুনও হারায় চৈত্রে।