আমাদের আর দেখা হবেনা।
ফসলের মাঠ ডুবে গেছে বন্যায়
ভেসে গেছে পুকুরের বাঁধ
তোমার ঘাটের জল; গড়িয়েছে গঙ্গায়
আমরা বহুদূর, আমাদের সব গেছে জলে
আমাদের আর দেখা হবেনা।


আমাদের লেনাদেনা নেই, আছে খবরের খরা
পুরোনো  ঠিকানা বেহাত হয়েছে, খোলা দরজায় তালা।  
আমরা আগুনে পুড়েছি, বাতাসে উড়েছি; দুজন হয়েছি ছাই।
মেঘের কোলেও পাইনি ঠাঁই।
আমরা শুধু আমাদের হতে পারিনি, শুধুই বেদনায় কিনেছি জীবন।
আমাদের আর কথা হবেনা।
আমাদের দিন ভবিষ্যতে শুধুই বাড়াবে বোঝা
আমাদের আর দেখা হবেনা।
আমাদের আর কথা হবেনা।