কে সেই বন্ধু আমার?
যার হৃদয়ে লুকিয়ে আছে
বিশাল সমুদ্রের মতো ভালোবাসা
কেবল আমারই জন্য।
কে সেই বন্ধু আমার!
আমার আনন্দে যার হৃদয় নেচে ওঠে ঝর্ণাধারা,
আমার দুঃখে নামে চোখে শ্রাবণ ধারা।
কে সেই বন্ধু আমার?
সহস্র মানুষের মধ্যে কেবলই খুঁজি
একজন বন্ধু, যার চোখের দৃষ্টিতে
কেবলই মায়াময় আমার জীবন।
যার হাতের স্পর্শে কেবলই নিবিড় শান্তি।
কোথায় সেই শান্তি!
সে কি তুমি হে প্রিয়া আমার
যার জন্য অগ্নিদগ্ধ  হই আমি,
ভালোবাসার আগুনে পুড়ে পুড়ে  হই অঙ্গার।
প্রশান্তির স্নিগ্ধতা থেকে যায় কেবলই অধরা।
যমুনার প্রচণ্ড স্রোতে খুঁজি তাজমহল।
সেকি তুমি ভগ্নী আমার?
শান্ত, স্নিগ্ধ মনে করিয়ে দেয় মায়ের আদর।
উন্মোচিত হতে পারি না,
দুঃখ কেবলই তোমার হাতের ভেতর দিয়ে
মিলিয়ে যায় গহীন অন্ধকারে।
সে কি তুমি ভ্রাতা আমার?
রক্তের বন্ধন থেকে ক্রমশ স্বার্থের বৃত্তে আবর্তিত জীবন।
আহা বন্ধু!
স্বার্থহীন, রক্তহীন
কেবলই বন্ধন, কেবলই বিশ্বাস।
কোথায় পাবো তোমাকে?
যার হৃদয়ে লুকিয়ে থাকে
সমুদ্রের মতো ভালোবাসা
কেবল আমারই জন্য।
মাঝে মাঝে ভাবি,
যা কিছু আমার প্রিয় সকলই বন্ধু আমার।
জলকে স্পর্শ করে দেখেছি,
শীতল কাচের আয়নার মত মসৃণ,
শরীর জুড়িয়ে গেছে নিমিষে,
মনের গভীরে স্পর্শ করেনি এতোটুকু।
রাতের আকাশ দেখেছি, দেখেছি রৌদ্রদগ্ধ দিবস,  
বৃষ্টি ভেজা সকাল।
সবই দৃষ্টি নন্দন, বৈরাগ্য এনে দেয় দৃষ্টিতে,
হৃদয় থেকে যায় অপূর্ণ।
কোন কোন দিন প্রিয় হয়ে ওঠে মৃত্যু,
অথচ আমি তাকে স্পর্শ করতে পারিনা,
পারি না তাকে অনুভব করতে।
তবে কি তুমি আকাঙ্ক্ষিত সেই  বন্ধু আমার?
যার মাঝে খুঁজে পাবো নিবিড় আনন্দ অথবা দুঃখ।
তোমারই প্রত্যাশায় কি কেটে গেল এ  জীবন।
মৃত্যু আহা!
তোমার জন্যই কি এই দীর্ঘ প্রতীক্ষা!
তুমিই কি সেই বন্ধু আমার?
যার হৃদয়ে লুকিয়ে আছে
সমুদ্রের মত ভালোবাসা,
কেবল আমারই জন্য।