এই যে প্রতিদিন আমাকে দেখো,
তুমি কি আমাকে চেনো ?
আমার চোখের দৃষ্টিতে কি দেখো তুমি?
পাগলের উন্মাদনা!
ভিতরে প্রবল রক্তক্ষরণ কি তুমি
অনুভব করো তোমার হৃদয়?
বড় বেশি ঋণ হয়ে গেছে,
চারিধার কেবল শূন্যতায়, কুয়াশায়
বড় বেশি ভারী,
আমার মন বইতে পারে না ।
অথচ সে জন্যই কি তুমি তুলে রেখেছো তোমার করুণাধারা !
আমার প্রতি এত অনুকম্পা ?
তোমার বিনম্র মৌনতার সিক্ত হই,
ক্ষমার যোগ্য নই; তুমি ক্ষমা করো কোন প্রত্যাশায়?
কেমন করে সহ্য করো আমাকে ?
তোমার শরীর খুঁড়ে খুঁড়ে ক্ষতবিক্ষত করি,
তোমার বাতাসে ছড়াই পোরা বারুদের গন্ধ,
অগ্নি সন্ত্রাসে জ্বালিয়ে দেই তোমার সকল সম্ভাবনা।
প্রচণ্ড অভিমানে,
ভীষণ ঘৃণায় আমাকে তাড়িয়ে দাও না কেন
তোমার দৃষ্টি সীমা থেকে।
আর কত পরীক্ষা দেবে তুমি,
আমি কি এতই যোগ্য যে তুমি আমাকে ছাড়া
ভাবতে পার না তোমার জীবন।
আমাকে নিয়ে তোমার এত বিড়ম্বনা,
শেষ করে দাও; নাও মুক্তি।
কি করে সহ্য কর সব নীরবে ?
আমার জন্য তোমার অপমান,
মাথা নত সবার কাছে অর্থহীন ।
এতটা ভালো থেকে
আমাকে দেখাও কেন তোমার বদান্যতা ?
এত ত্যাগ তোমার অথচ
তারপর ও সাপের মত ফণা তুলে তোমাকে দেখাই দাপট।
কি করে সহ্য করো তুমি?
তোমার মমতা কে স্পর্শ করে প্রতিজ্ঞা করছি,
তোমার হাতের শীর্ণ অঙ্গুলি ছুঁয়ে বলছি
তুমি মুক্তি নাও এই যন্ত্রণা থেকে।
আমাকে ভালোবাসার পাপ থেকে
তোমার এখন পালাবার সময়।