ইচ্ছে করে হাড়িয়ে যাই
লুকিয়ে সব মনের ছাই,
কষ্ট তোমরা সবাই পাবে
আমার হবে কীইবা তাতে।


ইচ্ছে করে হাড়িয়ে যাই  
পাখির মতো ডানা মেলে,
তোমরা সবাই থাকো সুখে
সবার সাথে হেসে খেলে।


ইচ্ছে করে জলের মতো ছড়িয়ে পরি
সদ্য ভাঙ্গা ‘গেলাস’ থেকে,
ফুলের যতো সুবাস আছে
হৃদয় মাঝে নেবো টেনে।


ইচ্ছে করে দেশের মাটি
জড়িয়ে নেবো নিজের বুকে,
লাগে না ভালো বেঁচে থাকা
এমনি করে ধুঁকে ধুঁকে।