আধ পেটা
ইমন হাওলাদার
-----------------------
দুর্বল চিত্তে
দুর্বল নিত্যে
ওরা সব করে রব
দুর্বল ভেবে
আঘাত করে ওঁরা
পাশানে ঘেরা তাঁরা।
দেয়না ‌অধিকার
দুরে রাখে বারং বার,
ছোট লোক বলে দেয় গালি।
লেজ গুটিয়ে যায় পালিয়ে
শক্ত ‌হাতের ভক্ত হয়ে
দুর্বল চিত্তে
দুর্বল নিত্যে
কঠোর হয় ওঁরা
দুর্বলতার সুযোগকে
কেন্দ্র করে।
দেয় না ছাড়
করে না ‌স্বীকার
অন্যয় যদিও ‌হতে
থাকে ‌বারং‌ বার
দেয় হানা
করে না কেউ মানা।
দুর্বল যায় সয়ে
করে নালিশ,ভিজে বালিশ
ভিজে ওই প্রার্থনার স্থান।
দূর্বল চিত্তে
দূর্বল নিত্যে
আকাশের পানে থাকে তাকিয়ে
লুটিয়ে পড়ে মাটিতে
নেই অভিযোগ
বাতাসে গন্ধ গুলো বিলীন হোক
পোড়া সে গন্ধ ‌
অনেকেই শুঁকে পায় আনন্দ
দূর্বল চিত্তে
দূর্বল নিত্যে
পয়সা কড়ি আছে যার
ক্ষমতা হয় তাঁর দাঁড়।
দূর্বলের আর্তনাদ
শুনতে পায়না এই প্রভাত।
ধনীর ব্যর্থায় ব্যর্থিত হয়ে_
যদি পাড়া যায় লুটতে।
সোনার ছেলে ঘুমিয়ে পড়েছে
এবার দে হানা
করবে না কেউ মানা।।