বিদায় এক তীব্র যন্ত্রণার নাম
ইমন হাওলাদার
-----------------------------
সবি মানা যায়,
শুধু মানা যায় না বিদায়।
এ বড় কষ্টের স্মৃতি জাগায়।
অমাবস্যার রাতে ঘরের বারান্দাতে
বসে যেমন বিষন্নতা জাগে।
বিদায় ও দিনে তেমনি লাগে।
মন নাহি যেতে চায়,
এত স্মৃতি মুছে হায়।
তবুও যেতে হয়;
এ স্মৃতি যে থাকবার নয়‌।
কত না কথা মনে জাগে হায়!
কত না কথা এ মন বলিতে চায়!
বিদায় বেলায়।
সবি মানা যায়,
শুধু মানা যায় না বিদায়।
তবুও মেনে নিতে হয় বিদায়।
স্মৃতি গুলো হায়
মনে বার বার জাগিয়ে যায়।
স্মৃতি কাতরতায়।
স্মৃতিকে যদি রাখা যেত বদ্ধ করে,
তবে সবাই তা করত চাইতে।
কত না স্মৃতি রয়ে যাবে হায়
চারদেয়ালের মাঝখান টায়।
সকলে মিলে করেছি কতনা আনন্দ।
সকলে মোরা ছিলাম ভাই বোনের মতো।
এ স্মৃতিগুলো যে ভুলবার নয়।
তাইতো বিদায় বেলায়
বেদনার সুর গুলো গান গেয়ে যায়।
বিদায় যে মানবার নয়
তবু মেনে নিতে হয়।
মা-বাবার মতো
যারা মোদের করেছে যত্ন।
তাঁদেরকে ও হায় ছেড়ে যেতে হয়।
মন মাঝে বেদনা বয়ে যায় স্রোত ধারায়।
বিদায় বেলায়।
কতো স্মৃতি রয়ে যাবে
কলেজের আঙ্গিনায়।
সে স্মৃতি যে ভুলে যাবার নয়।
মন নাহি যেতে চায়
সব স্মৃতিকে জানিয়ে বিদায়।
তবুও যে যেতে হয়
সব স্মৃতিকে জানিয়ে বিদায়।
বিদায় যে সুখের নয়
এ বড় কষ্টের স্মৃতি জাগায়।
বিদায় বেলায়।।