ফিরে যাবার দৃঢ় প্রতিজ্ঞা
ইমন হাওলাদার
------------------------------
কোথা ছিলে,কোথা এলে?
কোথা যাবে চলে?
ভেবেছ কি একটি বার?
ভুবনে থাকার দ্বিতীয় উপায় নেই আর।
ফিরে যেতে হবে
ফিরে যেতে হবে
এ নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে
জীবনের তরে।
ফিরে যেতে হবে,যেথা হতে এসে
ধরা দিয়েছ এ ভুবনে।।
চাইলেও পাড়া যাবে না,
এ ধরণী মাঝে অস্তিত্ব টিকিয়ে রাখতে।
ক্ষনস্থায়ী পৃথিবীতে কেন এত বড়াই।
কেউ কাউকে ছেড়ে
কথা না কোই।
যৌবনে দেখাই শক্তি দেহের।
এ দেহ থাকবে না, থাকবেনা এ শক্তি।
চামড়া যাবে ঝুলে,চোখ যাবে ফুলে।
চোখে চশমা দিয়েও
দেখা যাবে মাথা ঘুরে।
কিসের এত অহংকার
পূর্বপুরুষের দিকে তাকিয়ে
দেখ একটি বার।
কে ছিল ভুবনে,কে করেছে জুলুম?
কে আছে ভুবনে,কে করছে ভোগ?
গালি দিয়ে বলে
গহীন কবরে এবার শাস্তি হোক।
অন্যের উপকার করে
বেঁচে থাকা যদি যায় তার অন্তরে,
তবে মন্দ কী!
কর উপকার।
কবরে খুলে দেওয়া হবে শান্তির দার!
শীতল বাতাসে জুড়িয়ে যাবে মন!!