আলোর মায়ায়
ইমন হাওলাদার
তুমি খোলা জানালা করেছ বন্ধ,
ভেবেছ তারা সবাই অন্ধ।
ঘরে আলো আসতে দিবেনা তাই,
আমি মোমবাতির সন্ধানে যাই।
তুমি যাদের রাখতে চেয়েছ অন্ধ।
তারাই আজ খুলেছে দেখ
হাজারো জানালা,চৌকাঠ।
তোমার সব পথ আজ বন্ধ।
আলো এসেছে দেখ প্রতিটি বারান্দাতে;
চারদিক আজ খুজে ফেরে তোমাকে।
দেখাবে বলে আলো আসলে বদ্ধ ঘর খানি
কত সুন্দর ভাবে সাঁজে নিজ সাঁজে।
তুমি যা করে রেখেছিলে রুদ্ধ
আজ সব হয়েছে মুক্ত।
তারা পাখির কন্ঠে কথা বলে,পাখির ভাষাতে।
শুন আজ দ্বার খোলা পাখি গুলোর পাখা
ঝাপটানোর আওয়াজ।