মানুষের খোলস
ইমন হাওলাদার
-----------------


স্বপ্ন গুলো হয়তো
একদিন আকার নিবে
শূন্যরা হবে বিলীন।
পূর্ণতারা মুচকি হাসবে
আসবে নবাগত দিন।
শত্রুরা সেদিন মিত্র হবে
প্রশংসায় পঞ্চমুখ।
হরেক রকম জিনিস সেদিন
হাত বাড়িয়ে ডাকবে।
মূল্যহীনের ছবি তারা
তাদের মনে আঁকবে।
ভাবনা গুলো জড়সড়
ডানা মেলবে তারাও।
আসবে চেহার
নতুন বিছানারি চাদর।
করবে সবাই আপন
ছেলের মতো আদর।