মেঘ কন্যা
ইমন হাওলাদার
------------


মেঘের দেশে কন্যার বাড়ি
পড়নে লাল শাড়ি
সামনের শীতে কন্যা তোমায়
নিব আমার বাড়ি।
কন্যার চোখ কাজল কালো
খোপায় গেন্দা ফুল
পায়ে তাহার আলতা রাঙ্গা
করবো না আর ভুল।
যাব যাব কন্যার বাড়ি
নিয়ে হলুদ শাড়ি
কন্যার মুখে হাসির রেখা
দেখতে লাগে ভারি।।
কন্যা তুমি বধু বেসে
আসবে  আমার বাড়ি
ননদ পাবে,দেওর পাবে,
ভাসুর পাবে,পাবে শ্বাশুড়ি
শ্বশুর মশাই বলবে ডেকে
মা জননি।