অবহেলিত
ইমন হাওলাদার
---------------------
ছোট্ট খোকন বসে আছে
নিম গেছেরি তলে।
না খেতে পেয়ে অনাহারে
দিন যে যায় কেটে।
কাঁদে বসে নিরালয়,
মানুষ দেখে পায় ভয়।
পশু পাখি আদর করে
কাছে নিয়ে এসে।
ছোট্ট খোকন কাঁদে যখন
বসে দেয়ালের ওপাশে।
তোমরা তখন খাবার খাও
তৃপ্তির সাথে।
ছোট্ট খোকন বলতে নাহি পারে।
দাওগা বেগম,দাওগো মাতা
একমুঠো ভাত মোরে।
ক্ষুধার জ্বালায় উদর
যে যায় জ্বলে।
হাসি খেলো,খুশি খেলো
খেলো কাকা বাবু।
খালা খেলো,খালু খেলো
খেলো তাদের পোষা কুকুর লালু।
কেউ বা খেলো তৃপ্তি করে।
কেউ বা খেলো অনিশ্চার পরে।
কেউবা দিল ফেলে।
ক্ষুধার জ্বালায় মরছে
দেখ কতো খোকন ছেলে।।