পরিবারের ইস্পাত
ইমন হাওলাদার
----------------------
বাবার পরে যাকে কাছে পাই
সে মোদের বড় ভাই।
আদর,সোহাগ, ভালোবাসার
কমতি নাই।
সেই তো মোদের বড় ভাই।
মাথার তাজ,ঝড়,বৃষ্টির দিনে
মাথার উপরে ছাতা
হিসেবে যাকে পাই।
সেই মোদের বড় ভাই।
যার ভালোবাসার কমতি নাই।
নিজের স্বপ্নের বাস্তবায়ন
যার চোখে দেখতে পাই।
সেই তো মোদের বড় ভাই।
যাকে কখনো পিছপা
হতে দেখতে না পাই।
ছুটে চলে অবিরত।
প্রতিটি সকাল দমে যায়
দমে না সে।
রাত্রি আসে সূর্য ডুবে।
রাত্রিতে সে হয়ে উঠে
প্রভাতের যাত্রী।
ফোঁটায় ফোঁটায় ঘাম ঝড়ে।
বিশ্রামের প্রয়োজন নেই তার কাছে।
সে মোদের বড় ভাই।
যাকে রৌদ্রু, বৃষ্টি,ঝড়ে
ফসলের মাঠে দেখতে পাই।
বাবার দায়িত্ব পালন করতে
তার নেই কোনো আপস।
নিজের স্বার্থকে দিয়ে জলাঞ্জলি।
আঁকড়ে ধরে পরিবারের
ভালো থাকার দড়ি।
মাথার ঘাম পায়ে ফেলে
করে রোজগার।
হাসি ফোটাতে আপনজনের।
ঈদে বাড়ি নাহি আসে,
ছোট ভাইয়ের পরীক্ষার ফি দিতে
কর্মস্থলে থাকে বসে।
বাড়ি যাবার ভাড়া বেশি
সেমাই চিনি খাবে প্রতিবেশী।
ছোট ভাই বোন নিবে নতুন জামা।
খাবে সেমাই,সুস্বাদু খাবার।
কে দেবে তা?
যদি পকেট থাকে ফাঁকা।
তাইতো ঈদের দিনেও
কাজে পড়ে থাকে একা।
হায়রে বড় ভাই তোমার ঋণ শোধ
করার সাধ্য মোদের নাই।
পরিবারকে করতে সুখি
প্রবাস জীবনে সে দুঃখী।
পড়ে থাকে যুগের পরে যুগ দূরে
থাকে প্রবাসে, পরিবারের সাথে
সুখের সময় ভাগ করতে নাহি পারে।
পরিবারের সুখে দুঃখে পাশে থাকার
নামেই বড় ভাই।


               (বড় ভাই খান সাব্বিরের জন্য উৎসর্গীকৃত)