শূন্যের মায়া
ইমন হাওলাদার
-----------------------
ওহে লও যদি শূন্যে মোরে
শূন্যে রবো ভাসি।
শূন্য থেকে দিলে ডাক
ছুটে ছুটে আসি।
প্রাণ গেল,দেহ এলো
মূল্য হইল বিলিন।
খাচার পাখি উড়ে গেল
ভবের সংসার পড়ে রইলো
জনমানবহীন।