তুমি এসো
ইমন হাওলাদার
------------


তুমি এসো
আমার অপূর্ণতার পূর্ণতা হয়ে,
শরতের কাশফুল
আর বসন্তের কোকিল রুপে।
তুমি এসো
কুয়াশার চাদর ভেদ করে সূর্যের কিরন হয়ে,
ভাটা পড়া নদীর জোওয়ার।
তুমি এসো
আমার পোড়া হৃদয়ের সুভাষ হয়ে,
নদী তীরের গাংচিল।
তুমি এসো
মেঘাচ্ছন্ন দিনে রৌদ্রু কিরন হয়ে,
বাদলা দিনে ছাতা।
তুমি এসো
কারুকার্য সম্পূর্ণ তুমি হয়ে
মনের আঙ্গিনাতে।
তুমি এসো
ঘাসের উপরে একটি শিশির বিন্দু
মায়াবতীর ভালোবাসা
আর এক সমুদ্র অনুপ্রেরণা নিয়ে।
তুমি এসো
আমার সুখ হয়ে,দুঃখ যাক ঘুচে।
পাহাড়ের বুকে ঝরণা ধারা যেভাবে ছুটে।
তুমি এসো
আমার হিম শীতল দিনে উষ্ণতা নিয়ে।
একাকিত্বে হয়ে যাও সঙ্গী।
দেখ ঘাস ফড়িং গুলো করছে কি ভঙ্গি,
ওরা আমাদেরি সঙ্গী।
তুমি এসো
আমার মায়াবতী,স্রোতস্বিনী,
সুকেশীনি,সুভাষীনি হয়ে।
তুমি এসো
পড়ন্ত বিকেলের প্রশান্তির বাতাস নিয়ে,
জোৎস্না ভরা আকাশ।