ভালোবাসি কথাটা আর বলতে ইচ্ছে করে না।


ভালোবাসি কথাটা
আর বলতে ইচ্ছে করে না!
পুরনো প্রেমের অন্ধকারে
ঢেকে যাওয়া আলোটুকু
মিটমিট করে জ্বলে রেখেছিলাম
আমার হৃদপিণ্ডের বামপাশটায়।
সে তো এখন অনেক বড় সংসারি,
বহুদিনের সৃতিটুকু আগলে রেখেছিলাম
হৃদপিণ্ডের বামপাশটায়!
ভেবেছিলাম আর কখনো সেই
হৃদপিণ্ড কাপানো অনুভূতিতে জড়াবো নাহ..
এতো কিছুর মধ্যেও বহুবার শুনেছি
ভিন্ন ভিন্ন ঠোঁটের ভাজে..ভালোবাসি।
তাই শুনতেও ইচ্ছে করে নাহ!
ভালোবাসি কথাটা আর বলতে ইচ্ছে করে না,
বয়স যখন ত্রিশ,
কি হচ্ছে নতুন করে?
মহান আল্লাহ না চাইলে নাকি প্রেম সম্ভব না
প্রেম তো সর্গিয় অনুভূতি..
কাছে পাবার প্রবল ইচ্ছে, চিন্তা, ধ্যান,ঙ্গ্যান সব
সব অনুভূতি বুঝতে পারছি
কিন্তুু..
ভালোবাসি কথাটা আর বলতে ইচ্ছে করে নাহ!
বল্লেই তো হারাতে হবে, পুরোনো সৃতির পুনরাবৃত্তি হবে
ভীষণ ভয় হয় আমার..
তাইতো এতো কাছে পেয়েও
হারিয়ে ফেলছি নিজেকে,
না বলা কথাগুলোকে নির্মমভাবে
বার বার পাঠিয়ে দিচ্ছি নেক্রোপলিসের দরজায়।
যেখানে এই নতুন তুমি শুনতে পারবে না,
জানতেও পারবে নাহ..
ভালোবাসি কথাটা আর বলতে ইচ্ছে করে নাহ.....!!