অপেক্ষার খেলাঘরে,দুরন্ত হারিয়ে
ঠিক গোধূলি যখন শেষ,
কিছুটা ঘোর অন্ধকার!
সামান্য সূর্যতাপের স্পর্শে
পূর্নিমায় চাঁদের পূর্নতা।
কিছুটা মৃদু আলোর সংস্পর্শে
এ এক ছোট্ট অনুভূতি মাএ!
হয়তো আকরে থাকবে..
আমার শিরায় শিরায়
রক্তিম পূর্নিমায়,
ছোট্ট সময়ের স্থিরতায়
রক্তকণিকা থেকে অণুচক্রিকা বা
থ্রাম্বোসাইট পর্যন্ত।
মস্তিষ্কের কোটি কোটি
সৃতির সেলের মধ্যেও
এ এক ভিন্ন অনুভূতি মাত্র।