ব্যস্ত সবাই ভবের মেলায়,
সময় কেউ কাটায়না হেলায়,
খোঁজবে কাকে বলো?
ভালো খারাপ, তর্ক-দ্বন্দ,
আরেকজন কে বলছে মন্দ,
দেখতে আরো চলো।


কেহ খোঁজে পেটের অন্ন,
কাদেঁ শিশু ভাতের জন্য,
কেহ ব্যস্ত জাতে।
ধনী ব্যস্ত তার ধন নিয়ে,
ধনে সব যাচ্ছে এগিয়ে
সময় নেই তো হাতে।


ডাক্তার ব্যস্ত রোগীর সেবায়,
রোগী ব্যস্ত ঔষধ খাওয়ায়,
চলছে সব অশান্তি।
ফকির চলে সাথে থলে,
কড়ি কিছু আনবে বলে,
তাহার মনে ক্লান্তি।


চোর তো ব্যস্ত চুরি করতে,
পুলিশ অতিষ্ঠ চোর ধরতে,
মুক্তি কি ভাই আছে?
হরেক জনে হরেক পথে
কামাই করে তালের সাথে
ভিন্নভাবে বাঁচে।


নিন্দুক চলছে নিন্দা করে,
আরেকজনের অশ্রু ঝরে,
খুশি তাহার কর্মে।
ভন্ড চলে ভন্ডামিতে,
ভালো মানুষ এবাদতে,
দু'জনই এক ধর্মে।