কেমনে করিব বরণ
বসন্তকে আজ?
হলুদে রাঙেনি ফাগুন
মনেতে নেই সাজ।


শিমুল গাছে নেই কুকিল সুর
ফুল নেই বাগিচায়,
ফুল ভরা বাগ না দেখিয়া
অলি চলে যায়।


তোমাদের বাগানে শুনি
পাখির কোলাহল,
আমার এখানে আসেনি
কাঁক শালিকের দল।


তোমাদের বাস সুখ শহরে
আমি অনেক দূর,
ফাগুনে বিরহ বলি
বসন্ত নয় মোর।