সবুজ শ্যামল বাংলা আমার
করছো মোরে মায়া।
রুদ্রবেলা দিচ্ছো মোরে
বৃক্ষের শীতল ছায়া।


রুপে গুণে ভরা তুমি
সবুজ চারিদিকে।
গাছে গাছে ফুল ফলাদি
চোখ হয়ে যায় ফিকে।


সারাজীবন থাকবো আমি
বাসবো তোমায় ভালো।
দূরে কভু চাইনা যেতে
ছেড়ে তোমার আলো।


তোমায় আমি ভালবাসি
তোমার বুকে থাকি।
ভালো কর্ম করবো আমি
মনে ছবি আঁকি।


মাতা বলে ডাকি তোমায়
তুমি মায়ের মতো।
তোমার কুলে শুয়ে আছে
বীর বাঙালি শত।