জীবন খেলা রঙের মেলা
সাজে নানান রঙে
খেলায় হেলায় দিবস কাটে
কতো নানান ঢঙে।


কেউবা দেখো পথ হারিয়ে
চলে অচিন পথে
কেউবা আবার পথ পেয়েও
চলে নিজের মতে।


কেউবা দেখো অর্থের লাগি
পায়না ঘরে আহাড়
কেউবা আবার হারাম পথে
গড়ছে টাকার পাহাড়।


কেউবা দেখো জাত দেখিয়ে
বড়াই অনেক করে
কেউবা আবার অজাত বলে
নিন্দা শোকে মরে।


কেউবা দেখো ধর্মের নামে
ব্যবসা করে চলে
কেউবা আবার আপন ধর্মের
গুনগান সে বলে।


কেউবা দেখো হার না মেনে
কঠিন কর্ম করে,
কেউবা আবার বসে বসে
অলসতায় মরে।