বুকের ভিতর জ্বলছে
ভিতর পুড়ে হচ্ছে ছারখার কেউ নেই
অসহ্য জ্বালা যন্ত্রণা
এ দহন বুজিবে এমন কেউ নেই
বুকের ভিতরে কলিজা পুড়া গন্ধ তুমি শুকতে পারবেনা
পারবেনা বুজতে মনের বেদন
আমার অন্তরে যে কালো সাপের বিষে ভরা
এই বিষের কোনো ঔষধ নেই
এই বিষের নেই কোনো এ্যান্টিবায়োটিক
তবে তুমি কেমনে আমার বেদন বুজবে?
বুকের ভিতর আগ্নেয়গিরীর লাভা বুদবুদ করছে
বুকের বাম পাশটায় নিরাময় হীন ব্যথা
কীসের যেনো শূন্যতা
যে শূন্যতা তুমি পারবেনা পূরণ করতে
তবে কেমনে বুজবে আমার বেদন?
আমার সারা গায়ে বিষাক্ত কাটারা বেঁধেছে বাসা
ঐ ফুলটা চেয়েছিলাম বলে
আজো সেই ক্ষত শুকায়নি
সেই ক্ষত শুকানোর ঔষধ দিতে পারবে?
তবে কেমনে বুজবে আমার বেদন
আমার যেনো কী হয়েছে?
তুমি কী বলতে পারবে?
পারবে কি এনে দিতে মন যা চায়
পারবে কি অশান্ত মনকে শান্ত করতে, পারবেনা
তবে তুমি কেমনে আমার বেদন বুজবে?
বুকের ভিতর কে যেন চিৎকার করে ক্রন্দন করছে
তুমি কি শুনতে পাও?
যে ক্রন্দন তুমি কোনোদিন শুননি
যে ক্রন্দন তুমি পারবেনা থামাতে
তবে কেমনে বুজবে আমার বেদন?