পরের আশা সর্বনাশা
ঘুরবে যখন পিছে।
উন্নতি আসবেনা কভু
থাকবে পড়ে নিছে।


থাকতে তোমার হাত পা তবু
চাইছো অন্যের হাতে।
স্রষ্টা তোমায় শ্রেষ্ঠ করলো
মানুষ তুমি জাতে।


কর্ম ধর্ম ছেড়ে দিয়ে
ভাবছো বসে একা।
অন্যের বাহু ছেটে খাবে
হলে কভু দেখা।


মনুষ্যত্ব কোথায় গেলো
ভেবেছো কি কভু?
অন্যের বাহু ছেটে খেতে
করলেন সৃজন প্রভু?


জীবন তোমার কাটলো শুধু
অন্যের পিছে ঘুরে।
কভুও তো খুঁজলেনা সুখ
শান্তি অনেক দুরে।