রহম করো খোদা তুমি
শান্ত করো তোমার ভূমি
পারছিনা আর মোরা।
তোমার যত গজব আছে
দিওনা আর মোদের কাছে
মোরা কপাল পোড়া।


ভূমিকম্প ঝড় ও বৃষ্টি
সবই তো তোমারই সৃষ্টি
রাখো শান্ত করে।
তোমার দেওয়া গজব মাঝে
সকাল বিকাল সন্ধ্যা সাঝে
তোমার বান্দা মরে!


মোদের এতো পাপের জন্য
তোমার গজব হলো হন্য
মোরা বিশাল পাপী,
তুরস্ক সিরিয়ার বুকে
মরছে মানুষ দেখছি চোখে
ভূমি উঠলো ক্ষাপি।