মরণ হলে এই দুনিয়ার
সব হয়ে যায় পর,
ধন পরিবার থাকেনা আর
রয়না রঙিন ঘর।


বড়ই পানি গরম করে
কেউবা কাটে বাঁশ,
নামটা ধরে ডাকেনা কেউ
নাম হয়ে যায় লাশ।


আতর গোলাপ আগর বাতি
সাদা কাপড় দেয়,
বিদায় পালকিতে শুয়াইয়া
চারজন কাঁদে নেয়।


মাটির ঘরে রেখে সবাই
ফেলবে চোখের জল,
শেষ হলো রে দুনিয়াদারি
কইরে তাজমহল?