কোথায় গেলে সখি তুমি
করে আমায় পর,
মনে হয় পাবোনা তোমায়
লাগে বড় ডর।

স্মৃতিগুলো মনে পড়লে
জলে ভাসে বুক,
কেন বলো তুমি আমায়
দিলে এত শোক।

তোমার কথা ভাবি যখন
কাঁদে আমার মন,
বল তুমি এই জগতে
আপন সে কোন জন।

স্মৃতি গুলো জমা আছে
আমার বুকের মাঝ,
অনেক কথা হয়নি বলা
লাগতো ভীষণ লাজ।

ভাবি আমি তুমি ছাড়া
আপন কেহ নাই,
কালের স্রোতে হয়নি দেখা
একবার দেখতে চাই ।