গোলাপ বাগে ফুটলো গোলাপ
ঘ্রাণ ছড়িয়ে পড়ে,
ফুলের সুবাসে প্রজাপতি
উড়া উড়ি করে।


চাঁদ উঠেছে নিল আকাশে
নিয়ে জ্যোৎস্নার আলো,
জোনাক পোকা বাগে উড়ে
দেখতে লাগে ভালো।


বকুল ফুলের গাছটা ও যে
সাজলো ফুলে ফুলে,
ফুলের সুবাস নিতে হেথায়
চড়াই,ফিঙে দোলে।


শিমুল গাছে দুষ্ট কুকিল
মধুর সুরে ডাকে,
তার সুরেতে ময়না,টিয়ে
নাচে আঁকেবাঁকে।


হরেক রঙের পুষ্প ফুটবে
শুভ সময় হলে,
তোমার জন্য সব আয়োজন
তুমি আসবে বলে।